Telegram Web Link
আজকের Live Quiz 🙂 তোমাদের CoU, GST,HSTU এর প্রস্তুতি কেমন চলছে???
5
এটার উত্তর তোমরা পারো কি না দেখি তো.....


আমাদের GST,CoU,HSTU exam ব্যাচের Live Quiz থেকে নেওয়া প্রশ্ন।
4👌1
৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো বাংলাদেশ। (৮ এপ্রিল ২০২৫)
56🔥12😱3
Forwarded from RU Special Exam Batch
রাবি ক সময় বাকি: ১০ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট
😢48🆒4👏2
সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
Anonymous Quiz
29%
ঢাকা
5%
রাজশাহী
62%
বাগেরহাট
4%
খুলনা
😢16🔥8🫡7🥰2😍1
কোন উপজাতির ধর্ম ইসলাম?
Anonymous Quiz
1%
চাকমা
2%
মারমা
87%
পাঙন
10%
রাখাইন
4🔥4🥰2
বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি' চালু হয় কবে?
Anonymous Quiz
21%
১৯৯১
39%
১৯৯৩
29%
১৯৯২
12%
১৯৯৪
6🔥6😢3
বাংলাদেশে তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপন করা হয় কবে?
Anonymous Quiz
30%
৭ জুন ২০১৭
37%
৫ জুন ২০১৭
22%
৪ জুন ২০১৭
11%
৬ জুন ২০১৭
😢17🔥52
পদ্মা, যমুনা, মেঘনা কোথায় মিলিত হয়েছে?
Anonymous Quiz
72%
চাঁদপুর
7%
বরিশাল
17%
শরীয়তপুর
3%
পটুয়াখালী
🥰53🔥2
কোন সেতুকে দক্ষিণ বঙ্গের প্রবেশ দ্বার বলা হয়?
Anonymous Quiz
56%
পদ্মা সেতু
23%
যমুনা সেতু
10%
পায়রা সেতু
11%
হার্ডিং ব্রিজ
🤔7🔥4😱2😢2
কোনটি বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল?
Anonymous Quiz
5🔥5😢1
১৯৭১ সালে বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার কে?
Anonymous Quiz
6%
জয়তি বসু
17%
জয়নুল আবেদীন
32%
কামরুল হাসান
45%
বিমান মল্লিক
😢15🔥82
GST + হাবিপ্রবি + কুবি Admission Preparation Batch


তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও?
তবে শুরু হোক সিরিয়াস প্রস্তুতি — এখনই!

এই ব্যাচে যা থাকছে:

রোজকার Website Exam – শুরু হয়েছে ০৮ এপ্রিল ২০২৫ থেকে(এখন পর্যন্ত ২টা এক্সাম হয়েছে)
সময়: রাত ১০টা

সময়মতো অংশগ্রহণ করলেই Merit Position দেখা যাবে। প্রতিদিনই নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছো।

রেজাল্ট পাবে ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ কোনো ঝামেলা ছাড়াই দ্রুত ফলাফল ও মেরিট অবস্থান যাচাই।

Live Quiz প্রতিদিন রাত ১১টায়। যেকোনো টপিক নিয়ে প্রশ্ন অর্থাৎ মুহূর্তে বাড়িয়ে গেলো তোমার solving skill


তোমার মতো পরিশ্রমী শিক্ষার্থীর জন্যই এই ব্যাচ। অভিজ্ঞ Mentor দের দিকনির্দেশনা, গাইডলাইন ও রেগুলার সাপোর্ট পেতে এবং পরিশ্রম করার মানসিকতা নিয়ে যুক্ত হতে পারো আমাদের সাথে।

সময় হারালে নয়, সময়কে কাজে লাগাও।
আজ থেকেই শুরু হোক সফলতার পথচলা।
5🔥2
বিভিন্ন শাস্ত্রের জনক ও বিভিন্ন আন্দোলনের জনক।

credit: Sadia

RU A unit batch task
39
Forwarded from RU Special Exam Batch
....(সিরজুম) বরাবরের মতো নিজের আধিপত্য ধরে রেখেছে আজও। সাজ্জাদও একই। এই ছেলেকে লাইভ কুইজে মিস করি।তুমি কি লাইভ কুইজে পার্টিসিপেট করো না? সুস্মিতা বেশ ভালো রকমের উন্নতি হয়েছে। ফাহিম ধারাবাহিক না। ধারাবাহিক হওয়া জরুরী। তুলিও একই। অধারাবাহিক। রাকিবকেও প্রতিদিন পাওয়া যায় না। আবির, সোহাগ,অন্বেষা ধারাবহিক হলেও উন্নতি নেই।অন্বেষাকে একবারও টপ ৫ এ পাইনি। আশাকরি পরের পরীক্ষায় ভালো কিছু হবে।
5
Forwarded from RU Special Exam Batch
রাবি(অবনিজ্য প্রশ্নপত্র)
9
Forwarded from RU Special Exam Batch
এখন পর্যন্ত পরীক্ষাগুলো দিয়ে তোমাদের অর্জিত অভিজ্ঞতা ও প্রাপ্ত সমস্যাগুলোর সমাধান।

১) টাইম ম্যানেজমেন্টে সমস্যা।
সামধান: পরীক্ষা দাও।
২) বাসায় পারি পরীক্ষায় ভুলে যায়।
সামধান: পরীক্ষা দাও।
৩) বাংলা,ইংরেজি, জিকেতে সমস্যা
সামধান: পরীক্ষা দাও।
৪)সব পারি, বাট বাসায় এলে মিলালে ভুল হয়।
সামধান: পরীক্ষা দাও
৫) পরীক্ষায় কমন পায় না
সামধান: পরীক্ষা দাও
৬) পরীক্ষায় নার্ভাস লাগে
সামধান: পরীক্ষা দাও
৭) শেষ সময়ে কি করব
সামধান: পরীক্ষা দাও
😢15
2025/07/10 15:18:04
Back to Top
HTML Embed Code: